কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম নাঈম ইসলাম (১৪)। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম ও রফিকুল ইসলাম জানান, আব্দুল খালেকের দুই ছেলের মধ্যে নাঈম ইসলাম ছোট। শুক্রবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পাশে সড়কের জাম গাছের পাকা জাম পাড়ার জন্য গাছে ওঠে নাঈম। উঁচু ডাল থেকে জাম পাড়ার এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর দুইটা দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মা ও বড় ভাইয়ের সামনে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যুতে বাকরুদ্ধ পড়েন তার মাসহ পরিবারের সবাই। এ ঘটনায় ওই পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাম গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।