শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

মারা গেছেন সাবেক হুইপ সোলায়মান হক

আপডেট : ১৩ জুন ২০২৫, ২৩:৫৯

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ওরফে ছেলুন (৮০) মারা গেছেন। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোলায়মান হকের ভাগনে জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আলী রেজা সজল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোলায়মান হক চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা উপজেলা ও সদর উপজেলার একাংশ) আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি জাতীয় সংসদের হুইপ মনোনীত হন। তিনি ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সোলায়মান হক স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে আত্মগোপনে ছিলেন। স্বজনদের সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও কখন কোথায় তাকে দাফন করা হবে, সে বিষয়ে তারা কিছু জানাননি।

ইত্তেফাক/এএম