শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

পঞ্চগড় ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২০ জনকে ‘পুশ ইন’

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৩:২৭

পঞ্চগড় সদর উপজেলার আমারখানা এলাকার সীমান্ত দিয়ে সাতজন ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে ১৩ জনকে ভারত থেকে 'পুশ ইন' করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হক চৌধুরী বলেন, 'আজ সকালে বিজিবির একটি দল বড়লেখা উপজেলা থেকে ১৩ জনকে আটক করেছে।'

'তারা জানিয়েছেন, বিভিন্ন সময় তারা ভারতে গিয়েছিলেন। এর মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও ছয় শিশু রয়েছে। বিজিবির কাছে তারা নিজেদের রোহিঙ্গা পরিচয় দিয়েছে। তাদের স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে এবং পরিচয় যাচাই-বাছাই চলছে,' বলেন তিনি।

বিজিবি নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, 'সীমান্ত পেরিয়ে আসার পর ৭৪৩/১-এস নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে আমারখানা বিওপির সদস্যরা সাতজনকে আটক করেছেন।'

'এর আগে মুম্বাই ও এর আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করেছিল,' যোগ করেন তিনি।

বদরুদ্দোজা নিশ্চিত করেছেন আটক সবাই বাংলাদেশি নাগরিক এবং তারা যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। তিনি আরও জানান, বিজিবি তাদের পঞ্চগড় পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ইত্তেফাক/এএম