মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরানে হামলা অব্যাহত রাখবে ইসরায়েল

আপডেট : ১৪ জুন ২০২৫, ১৩:৫৯

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। শনিবার (১৪ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলেছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী। তাদের উদ্দেশ্য, ইসরায়েলের জন্য সবরকম হুমকি নির্মূল করা।

এর আগে গত শুক্রবার রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথম ধাপে হামলা চালায়। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান ও রেভ্যুলেশনারি গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। 

ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারদের হত্যা করেছে ইসরায়েল

ইরান জানিয়েছে, অন্তত ৭৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন বেসামরিক।

এদিকে প্রতিশোধ নিতে ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলে এখন পর্যন্ত চারজন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। 

ইত্তেফাক/এসআর