শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্ত দিয়ে ফের ১২ জনকে বিএসএফের পুশইন

আপডেট : ১৪ জুন ২০২৫, ১৬:৩৯

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিন সীমান্ত দিয়ে আবারও ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শনিবার (১৪ জুন) ভোরে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন ও একই দিনে হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্ত দিয়ে ৩ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। সংশ্লিষ্ট সীমান্তের বিজিবি ও স্থানীয়রা এসব তথ্য জানিয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারের বাংলাদেশের শ্রীরামপুরের সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত। এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুইজন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠায়।

বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরের ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয় এলাকাবাসি দেখে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২)
শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

অপরদিকে একইদিন ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৯১ নম্বর ও উপিপলার ৩ নম্বরের হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের তিলক ক্যাম্পের সদস্যরা ৩ জনকে পুশইন করে। বিজিবি এই তিনজনকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশের নিকট হস্তান্তর করে। একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে ৩ জনকে ঠেলে পাঠানোর সময় বিজিবি ও স্থানীয়রা প্রতিহত করে।

উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি-বিএসএফ) সর্তক অবস্থানে রয়েছে।

শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান সীমান্ত দিয়ে পুশ ইনের সত্যতা নিশ্চিত করে জানান, পুশ ইনের শিকার ব্যক্তিরা ভারতীয় চা বাগানে অবস্থান করছে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

ইত্তেফাক/এমএস