মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মূল পারমাণবিক উপাদানগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো সুরক্ষিত আছে: ইরান

আপডেট : ১৪ জুন ২০২৫, ২০:২১

ইসরায়েলি হামলার পর পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কারণে ইরানের মূল পারমাণবিক উপাদানগুলো সুরক্ষিত আছে বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার (এইওআই) মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

শনিবার (১৪ জুন) বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, কামালভান্দি বলেছেন, ইসরায়েলি হামলায় নাতানজ, ফোরডো এবং ইসফাহানের স্থাপনাগুলোয় সীমিত পরিমাণে ক্ষতি হয়েছে। এতে কোনো প্রাণহানি ঘটেনি।

তিনি বলেন, সম্ভাব্য হুমকির আশঙ্কায় বেশিরভাগ গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং উপকরণ নিরাপদ স্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছিল। মূল পারমাণবিক উপাদানগুলো সুরক্ষিত আছে।

ইরানের প্রযুক্তিগত সক্ষমতা এবং তার পারমাণবিক বিশেষজ্ঞদের নিষ্ঠার কথা তুলে ধরে কামালভান্দি বলেন, সীমিত ক্ষতিগুলো দ্রুত মেরামত করা হবে, যার ফলে মূল অবকাঠামোর উন্নতি সম্ভব হবে।

এর আগে শুক্রবার রাতভর ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের এবং অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশেপাশের আবাসিক ভবনগুলোকেও লক্ষ্যবস্তু করে। এতে শতাধিক বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপরেও হামলা চালিয়েছে। তেহরানে নিহত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন - সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

ইত্তেফাক/এসকে