বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ঈদের ছুটি শেষে আজ খুলছে শেয়ার বাজার

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:০০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রবিবার খুলছে দেশের শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এবার ঈদুল আজহা উপলক্ষ্যে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ঈদ উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার।

ডিএসই জানিয়েছে, লেনদেন সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। এরপর ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং সেশন।

ইত্তেফাক/এমএএম