শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

শাকিবের ‘তাণ্ডব’ পাইরেসির কবলে

আপডেট : ১৫ জুন ২০২৫, ১১:০৪

মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডবে’র দাপটে যখন প্রেক্ষাগৃহ গুলোতে উপচে পড়া ভীড়, তখনই অনলাইনে ছড়িয়ে পড়েছে সিনেমার পাইরেটেড এইচডি সংস্করণ। গত কয়েকদিন থেকেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে সিনেমাটির সম্পূর্ণ কপি, যা নির্মাতাদের জন্য বড় ধরনের ধাক্কা।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের বারবার সতর্কতা ও অনুরোধ সত্ত্বেও এবারও থামানো গেল না পাইরেসি। 

শুক্রবার রাত থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে সিনেমাটির ঝকঝকে প্রিন্ট। এরপর ছড়িয়ে পড়েছে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। পরে ইউটিউব থেকে সিনেমাটি সরিয়ে নিলেও এখনো সিনেমার পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে টেলিগ্রাম ও বিভিন্ন ওয়েবসাইটে।

‘তাণ্ডব’ টিম ইতিমধ্যে পাইরেসি রোধে কাজ করছে বলে জানিয়েছেন আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। যারা পাইরেসির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

গতকাল হল ভিজিটে গিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘পাইরেসি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে যে এজেন্সি নিয়োগ করা হয়, আমরাও সেই এজেন্সি নিয়োগ করেছি প্রথম থেকে। তাদের মাধ্যমে আমরা পাইরেসির বিষয়টি ভালোভাবে কন্ট্রোল করছি। যেসব পেজ থেকে তাণ্ডবের লিংক শেয়ার করা হচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।’

তবে পাইরেসির এই ঘটনা তাণ্ডবের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মত এই প্রযোজকের।

শাকিল বলেন, ‘পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে, প্রায় সবই পাইরেসির শিকার হয়েছে। এর আগে আমাদের তুফানও পাইরেসির কবলে পড়েছিল। তবে সিনেমা যে বড় স্ক্রিনে দেখার বিষয়, সেটা দর্শক ভালো করে জানে। হলে সিনেমা দেখার অভিজ্ঞতা অন্য কিছুর সঙ্গে মেলানো যাবে না। একটা সময় সিনেমাটি ওটিটিতে আসবে। তাই বলে দর্শক হলে আসবে না, এমনটা নয়। আগামী কয়েকদিনের বেশিরভাগ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।’

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলে। একদিকে যেমন সিঙ্গেল স্ক্রিনে দর্শকের ভিড়, অন্যদিকে মাল্টিপ্লেক্সেও হাউসফুল শো। বাণিজ্যিক সিনেমার সব উপাদান থাকায় ‘তাণ্ডব’ দ্রুতই দর্শকদের মন জয় করে নেয়।

কিন্তু এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে সিনেমার দৃশ্য। ফেসবুকের নানা গ্রুপ ও পেজে দেখা যায় পূর্ণদৈর্ঘ্য কিংবা অংশবিশেষের এইচডি ফুটেজ। ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকে সিনেমাটি ফাঁস হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে এটি বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে।

এদিকে পাইরেসি প্রসঙ্গে যোগাযোগ করা হলে পরিচালক রায়হান রাফী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গণমাধ্যমের সঙ্গে। 

‘তাণ্ডব’ রাফীর পরিচালনায় সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। এর আগে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘তুফান’ সিনেমায়, যা প্রশংসিত হয়েছিল সমালোচক ও দর্শক উভয়ের কাছেই।

শাকিব খানের পাশাপাশি ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

ইত্তেফাক/পিএস