রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

একমাত্র সম্বলটিও পুড়লো আগুনে, পরিবার নিয়ে খোলা আকাশের নিচে শাহ আলম

আপডেট : ১৫ জুন ২০২৫, ১৭:১৪

কুমিল্লার মনোহরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়লো অটোরিকশাসহ এক হতদরিদ্রের বসতঘর। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে আটটায় উপজেলার উত্তরহাওলা ইউপির বরল্লা গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে নিজের থাকার ঘর ও রোজগারের একমাত্র সম্বলটি হারিয়ে দিশেহারা শাহ আলম।

ভুক্তভোগী শাহআলম জানান, দিনে গাড়ি চালিয়ে শুক্রবার সন্ধ্যার পর নিজ বাড়িতে থাকার ঘরের একটি কক্ষে গাড়িটি বৈদ্যুতিক লাইনে চার্জ দিয়ে বাড়ির সামনে দোকানে চা খেতে যান। কিছুক্ষণ পর মোবাইলে ফোন আসে, অপর প্রান্ত থেকে স্ত্রী পারভীন বেগম জানান আগুনে পুড়ছে তার সদ্য কেনা নতুন গাড়ি। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে দেখেন নিজের থাকার ঘর ও গাড়িতে আগুন জ্বলছে। তিনি নিজে ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। চোখের সামনে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় তার একমাত্র সম্বল। 

তিনি বলেন, পৈত্রিক সম্পত্তি বলতে ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। নিজেদের থাকার কোন ঘরও নেই, বড় ভাইয়ের দু’ কক্ষবিশিষ্ট একটি ঘরে স্ত্রী সন্তান নিয়ে কোনরকম দিনাতিপাত করেন। এক পাশে নিজেরা থাকেন আরেক কক্ষে রাখেন অটোরিকশাটি। 

এর আগে সিএনজি চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, বন্যার সময় একটি দুর্ঘটনায় সেটিও হারিয়েছেন। পরে ঈদুল আজহার দু’দিন আগে ধার দেনা করে ব্যাটারি চালিত অটোরিকশাটি কিনে নতুন করে শুরু করেন। এক সপ্তাহের ব্যবধানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে সেটিও পুড়ে যায়। রোজগারের একমাত্র পথ ও থাকার ঘরটি হারিয়ে পরিবারটি এখন অসহায়। চোখে মুখে যেন তাদের হতাশার গ্লানি। 

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করার পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি