শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

রংপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৫ জুন ২০২৫, ১৯:২০

রংপুর নগরীতে কাভার্ড ভ্যানের চাপায় ফরহাদ আলম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায়  কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) দুপুরে নগরীর মাহিগঞ্জ কলেজের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলম নগরীর লালকুঠির মোড় শাহীপাড়া এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিগঞ্জ কলেজের সামনে প্রথমে অটোর ধাক্কায় মোটরসাইকেল চালক একটি কাভার্ড ভ্যানের পিছনের চাকার নীচে পরে যায়। মোটরসাইকেল চালকের ওপর দিয়ে কাভার্ড ভ্যানের পেছনের চাকা উঠে যায়। ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল চালক।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পরপরই আকিজ কোম্পানির কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি