তথ্য গোপন করে ভুয়া এনআইডি দিয়ে গাড়ির চালকের চাকরি নেয়া এবং গাড়ির মালিকের ৫ লাখ টাকা চুরির অভিযোগে নুরুল ইসলাম রকি (৩২) নামে এক গাড়ি চালককে কক্সবাজার থেকে র্যাব গ্রেপ্তার করেছে।
এসময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। তিনি চাঁদপুরে শাহরাস্তি থানা বিএনপির সভাপতি আয়েত আলী ভুঁইয়ার গাড়ি চালক ছিলেন। রমনা থানায় দায়ের করা মামলায় গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান গ্রেপ্তারকৃত আসামি রকিকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। আদালত আগামী মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী ও বিএনপি নেতা আয়েত আলী ভুঁইয়া বলেন, গত ১৭ মে থেকে ফেরদৌস হাওলাদারকে আমার গাড়িচালক হিসাবে যোগদান করেন। তার এনআইডি, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র সবগুলোতে ফেরদৌস হাওলাদারের নামে। গত ৪ জুন ঈদে কোরবানির পশু কেনার জন্য পল্টনে আমার অফিস থেকে গাড়িতে গাবতলীর উদ্দেশ্যে রওনা দিই। কাকরাইল মোড়ে একটি মসজিদের সামনে গাড়ি দাঁড় করি মসজিদে আছরের নামাজ পড়তে যাই। এসময় পশু কেনার জন্য সঙ্গে নেয়া ৫ লাখ টাকার ব্যাগটি গাড়ির সিটের ওপর রেখে চালককে দেখে রাখতে বলি। নামাজ শেষ করে এসে দেখি গাড়ি, গাড়ির চাবি ও টাকার ব্যাগ আছে কিন্তু চালক নেই। পরে ব্যাগ চেক করে দেখি চালক ৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে। এ ঘটনায় রমনা থানায় মামলা দায়েরের পর প্রযুক্তির সহায়তায় র্যাব তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজামান বলেন, ফেরদৌস হাওলাদারের এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে যিনি গাড়িচালকের চাকরি নিয়েছেন, তার প্রকৃত নাম নুরুল ইসলাম রকি (৩২)। পুলিশের খাতায় রকি একজন প্রতারক। সে এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে নাম পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে প্রতারণা করেছে। আবার ফেরদৌস হাওলাদার নামে যে এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেছে-ওই নামেও খিলগাঁও থানায় প্রতারণা ও মাদকদ্রব্য আইনে ৪ টি মামলা রয়েছে।