ইরানের সশস্ত্র বাহিনী 'ইসরায়েলি বসতি স্থাপনকারীদের' প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে।
রোববার (১৫ জুন) রাতে এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি সেনাবাহিনী ইসরায়েলিদের অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে, কারণ এটিই তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায়।
প্রতিবেদন অনুসারে, ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলি সরকারের ভুল গণনার ফলে ইরানের বীর সশস্ত্র বাহিনী কর্তৃক সেই অপরাধমূলক শাসনের প্রতি এক চূর্ণবিচূর্ণ, শিক্ষণীয় এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোনও উপায় বাকি নেই।
এর আগে ইসরায়েলি বাহিনী এক সতর্কতা জারি করেছিল তেহরানে।
ইসরায়েলি সাধারণ নাগরিকদের সতর্ক করে মুখপাত্র কর্নেল সায়াদ বলেন, 'অতএব আমরা জোর দিয়ে বলতে চাই, অপরাধী শাসকগোষ্ঠীকে তোমাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে দিও না। ভূগর্ভস্থ আশ্রয় নেওয়াও নিরাপত্তা বয়ে আনবে না।
তিনি বলেন, সতর্কবার্তায় মনোযোগ না দেওয়া ইসরায়েলিদের জন্য আরও কঠিন পরিণতি ডেকে আনবে।
মেহের নিউজ বলছে, ১৩ জুন রাতভর আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলি শাসকগোষ্ঠী ইরানের ভূখণ্ডের ভেতরে, আবাসিক ভবনসহ, হামলা শুরু করে। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরা মারা যান। জনবসতি ক্ষতিগ্রস্ত হয়।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি একই দিন নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন, ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে পড়বে। এর কিছুক্ষণ পরেই ইরান ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে, ধাপে ধাপে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রের তরঙ্গ। ইরানি কর্মকর্তারা বলেছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে।