কুমিল্লা সদর উপজেলার কার্তিকপুর এলাকায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ মো. আবু ওবায়েদ ওরফে শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ জুন) রাতে সেনাবাহিনীর ২৩ বীর-এর আওতায় র্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। এ সময় শিমুলের কাছ থেকে ৭ দশমিক ৬৫ বোরের ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ২টি পাইপগান, ৬ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৩টি ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার শিমুল গ্রেপ্তার শিমুল কুমিল্লা সদরের কার্তিকপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। কুমিল্লার আলোচিত সন্ত্রাসী রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তিনি।
র্যাব জানায়, শিমুল দীর্ঘদিন ধরে কুমিল্লার আলোচিত সন্ত্রাসী চাপাপুর এলাকার রেজাউলের ডান হাত হিসেবে কাজ করে আসছিলেন। একসময় এই রেজাউল কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের জন্য অস্ত্র সরবরাহ করতেন। পরবর্তীতে এই চক্রটি অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এমন তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিযান চালানো হয়। র্যাবের অভিযান টের পেয়ে সাইফুল নামে আরও একজন পালিয়ে গেছে।
র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার আবু ওবায়েদ ওরফে শিমুল একজন অবৈধ অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি সে স্বীকার করেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, শিমুল ও পলাতক সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার শিমুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।