শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২৫, ১৫:১২

বগুড়ার নন্দীগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় মোরশেদুল বারী (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নন্দীগ্রাম উপজেলা শাখার সক্রিয় কর্মী ছিলেন।

সোমবার (১৬ জুন) সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোরশেদুলের মৃত্যু হয়। এর আগে শনিবার সকালে উপজেলার কৈডালা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবশেষ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।   

নিহত মোরশেদুল বারী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নন্দীগ্রাম উপজেলা শাখার সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন করেছেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোরশেদুল বারী গত শনিবার সকালে নিজ বাড়ি থেকে ভ্যান চালিয়ে রনবাঘা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কৈডালা এলাকায় পৌঁছালে নাটোরগামী একটি প্রাইভেট কার পেছন থেকে তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দু’দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র জানান, দুর্ঘটনার পর প্রাইভেট কারটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এপি