মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরানে পারমাণবিক হামলা হলে ইসরায়েলেও বোমা ফেলবে পাকিস্তান, দাবি অস্বীকার ইসলামাবাদের

আপডেট : ১৬ জুন ২০২৫, ২০:০৯

তেহরান এবং তেল আবিবের মধ্যে সংঘাত চতুর্থ দিনে প্রবেশ করেছে। এখনো উত্তেজনা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায়, তবে পাকিস্তান ইসরায়েলেও বোমা ফেলবে। তবে এ দাবি অস্বীকার করেছে পাকিস্তান।

সোমবার (১৬ জুন) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় ভাইরাল বিবৃতিটিকে 'অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ মিথ্যা' বলে অভিহিত করেন।

তিনি বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা ১৯৯৮ সালে ঘোষণা করেছিলাম, আমাদের পারমাণবিক অস্ত্র শুধুমাত্র আমাদের নিজস্ব প্রতিরক্ষা এবং সুরক্ষার জন্য।

তিনি উল্লেখ করেন, পাকিস্তানের পারমাণবিক মতবাদ শুধুমাত্র নিজস্ব সুরক্ষার জন্য, যার লক্ষ্য এই অঞ্চলে শান্তি বজায় রাখা। ইসহাক বলেন, আমাদের পারমাণবিক ক্ষমতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

তবে তিনি স্মরণ করিয়ে দেন, পাকিস্তান কখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) সই করেনি, করবেও না। তিনি তাদের দেশের 'স্বাধীন পারমাণবিক অবস্থান' পুনর্ব্যক্ত করেন।

ইরানে ইসরায়েলি আক্রমণের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো আক্রমণ আন্তর্জাতিক আইনের অধীনে একটি গুরুতর অপরাধ।

ইত্তেফাক/এসকে