ময়মনসিংহ প্রেস ক্লাবের বর্তমান অনির্বাচিত কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টের জারি করা রুল অনিষ্পন্ন অবস্থাতেই ক্লাবটির সাবেক দুই সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ ও বাবুল হোসেনের সদস্যপদ বাতিল করেছে কমিটি। গত ১২ জুন কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গতকাল রোববার তাদের হাতে তুলে দেওয়া হয়।
শেখ মহিউদ্দিন দৈনিক ইত্তেফাক ও চ্যানেল আইয়ের ময়মনসিংহ প্রতিনিধি আর বাবুল হোসেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার। দুই জনই একাধিকবার প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি এই দুই সাংবাদিক জাতীয় গণমাধ্যমে ক্লাবের অনির্বাচিত কমিটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। ক্লাব কর্তৃপক্ষ সেই প্রতিবেদন প্রকাশকে ক্লাবের গঠনতন্ত্রের ৯ (গ) ধারায় 'ক্লাববিরোধী আচরণ' উল্লেখ করে সদস্যপদ বাতিল করে।
তবে গঠনতন্ত্রে এমন সংবাদ প্রকাশকে 'অসদাচরণ' বলা হয়নি বলে দাবি করে এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। ক্লাবের নিয়মনীতির কোথাও সত্য সংবাদ প্রকাশের কারণে সদস্যপদ বাতিলের বিধান নেই বলেও তারা মত দিয়েছেন।
প্রসঙ্গত, প্রেস ক্লাবের এই কমিটি গত ৫ জানুয়ারি নির্বাচন ছাড়াই গঠন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্ত করে ‘জুলাই-আগস্ট চেতনার বিপ্লবী কমিটি' নামে পরিচিতি দেওয়া হয়। কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রেস ক্লাব সদস্য এম এ মোতালেব হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট গত ৯ মার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করে এবং নতুন নির্বাচনের বিষয়ে কেন আদেশ দেওয়া হবে না, এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়।
আগামী ২২ জুন এ বিষয়ে শুনানি হওয়ার কথা নির্ধারিত রয়েছে। কমিটির বৈধতার বিষয়টিই যেখানে হাইকোর্টে বিচারাধীন, তখন দুই জনের সদস্যপদ বাতিলের ঘটনাকে তুঘলকি কাণ্ড বলে আখ্যা দিয়েছেন ক্ষুব্ধ সাংবাদিকরা। তারা এটিকে ‘ফ্যাসিবাদী আচরণ' ও প্রেস ক্লাবের মর্যাদা ক্ষুণ্ণ করার সামিল বলে মনে করছে।