মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মনোহরগঞ্জে নারীসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:৪৯

কুমিল্লার মনোহরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (১৬ জুন) সকালে তাদের জেলহাজতে পাঠানোর কথা জানায় পুলিশ।

রোববার (১৫ জুন) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার হাসনাবাদ ও দক্ষিণ ঝলম এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪শ ১৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত প্রায় দুইটায় নারী মাদক ব্যবসায়ী নুরজাহান (২৭ ) কে আটক করে। এ সময় তার বসতঘর থেকে ১শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বাড়ী উপজেলার হাসনাবাদ ইউপির হাসনাবাদ গ্রামে। নুরজাহান ঐ গ্রামের আবুল কালাম শিপনের স্ত্রী। 

একইরাতে ভোর সাড়ে চারটায় উপজেলার ঝলম দক্ষিণ ইউপির সাতপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবলু (২৮) কে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২শ ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বাড়ী উপজেলার সাতপুকুরিয়া গ্রামে। সে ঐ গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে। অভিযান শেষে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে। সোমবার আসামীদের জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি

ইত্তেফাক/এএইচপি