রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

১৫ লাখ টাকা দাবীতে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ না পেলে হত্যার হুমকি

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯:০৬

কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামে এক মুদি ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছে ১৫ লাখ টাকা। দাবিকৃত ১৫ লাখ টাকা পাঁচ দিরে মধ্যে না পেলে অপহৃতকে হত্যার পর লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে।  

রোববার (১৫ জুন) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনাটি ঘটে। অপহৃত জাহান বক্স সদর উপজেলার অন্তর্গত পশ্চিম আব্দালপুর গ্রামের মুদি দোকানি (৪০)।

এদিকে এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দালপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

পুলিশ জানায়, রাত ১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পশ্চিম আব্দালপুর গ্রামের মুদি দোকানি জাহান বক্সের নিজ বাড়ি সংলগ্ন দোকানের সামনে এসে কতিপয় ব্যক্তি ডাকাডাকি শুরু করে। এসময় দোকানী জাহান বক্সের সরল বিশ্বাসে বাড়ির বাইরে আসেন। এরপর প্রায় আধা ঘণ্টারও বেশী সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি বাড়িতে ফিরে আসেনি। ঘটনার পরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরের বেরিয়ে দোকানের তালা খোলা অবস্থায় দেখতে পান। তবে দোকানী জাহান বক্সকে আর খুঁজে পানি নি তারা। 

এদিকে দোকানের সামনের একটি বেঞ্চের ওপর থেকে একটি চিঠি উদ্ধার করা হয়। চিঠিতে মুক্তিপনবাবদ দাবী করা হয় ১৫ লাখ টাকা। দাবীকৃত টাকা না পেলে হত্যার পর লাশ গুম করা হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়। 

এদিকে অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। অপহরণ ঘটনার তথ্য-উপাত্ত জানতে গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে থানায় ডেকে আনা হয়েছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

 ইবি থানার থানার ওসি মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। 

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের টিম কাজ করছে। সন্ত্রাসীদের চিঠি যাচাই-বাছাইসহ পুলিশি তদন্ত-তৎপরতায় অপহৃতকে উদ্ধারে অভিযান চলছে বলে এসপি জানান।

ইত্তেফাক/এএইচপি