শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার‎

আপডেট : ১৭ জুন ২০২৫, ১৬:০১

‎‎রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেওয়া মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে আমরা মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠাবো।

এছাড়াও, ঢাকা ১৩ আসনের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। এ মিছিলের নেতৃত্ব দেয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদেরকে গ্রেপ্তারে আমরা অভিযান পরিচালনা করছি।

ইত্তেফাক/এমএস