বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

দুই বছর পর সেঞ্চুরির দেখা পেলেন শান্ত 

আপডেট : ১৭ জুন ২০২৫, ১৭:১৫

গল টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিংয়ে ২০২ বলে শতক পূরণ করেন বাঁহাতি এই ব্যাটার। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। প্রায় দুই বছর পর সেঞ্চুরির দেখা পেলেন শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি করেছিলেন এই টাইগার অধিনায়ক। 

গল টেস্টে দিনের শুরুটা নড়বড়ে ছিল বাংলাদেশের। দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে দারুণ প্রতিরোধ গড়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বিজয়। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। ওপেনার সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাদমান ১৪ ও মুমিনুল ২৯ রান করে ফিরে যান।

এরপর শান্ত ও মুশফিক মিলে প্রতিরোধ গড়েন। লঙ্কান বোলারদের সামলে সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। ২০২ বলে ১১ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।   

ইত্তেফাক/জেডএইচ