বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

‘শেখ হাসিনায় আস্থা’ সংবলিত লিফলেট বিতরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৮ জুন ২০২৫, ১৪:৩৩

ফরিদপুর সদরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিম উপজেলার বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিকোঠা বাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি উপজেলার জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনায় আস্থা লিফলেট বিতরণ মামলায় মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মশিউর মিম সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন, কিন্তু কিছুদিন থেকে তিনি এলাকায় এসে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিলেন। তাছাড়া শেখ হাসিনায় আস্থা সংবলিত লিফলেট বিতরণ মামলায় মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি