যশোরে তিন বছর পর করোনায় একজনের মৃত্যু হলো। যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত (কোভিড-১৯) শেখ আমির হোসেন (৬৮) মারা গেছেন। চলতি বছর যশোর জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনি প্রথম মৃত্যুবরণ করলেন।
আইসিইউ ৫ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১৮ জুন) ভোর ৬টার দিকে তিনি মারা যান।
মৃত শেখ আমির হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ মোকসেদ আলীর ছেলে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) বজলুর রশিদ টুলু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ১৬ জুন বিকাল ৬টার দিকে হাসপাতালের মডেল ওয়ার্ড থেকে এই রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিডনিজনিত সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে গত ৫ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’
হাসপাতাল সূত্র জানিয়েছে, আইসিইউতে সন্দেহজনক আরও তিন জন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কি না সেজন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
বর্তমানে হাসপাতালে আরও একজন করোনা রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. হুসাইন শাফায়েত বলেন, ‘করোনা আক্রান্ত রোগী শেখ আমির হোসেন আজ ভোরে মারা গেছেন।’