রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কালীগঞ্জে ক্রীড়া সংস্থার চাবি উধাও, স্কাউট অফিসে চুরি

আপডেট : ১৮ জুন ২০২৫, ১৯:০০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অফিসে চুরি ও চাবি উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে জানা যায়। 

জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অফিস ঘরে প্রবেশ করে পাশে অবস্থিত স্কাউট কার্যালয় থেকে দুটি সিলিং ফ্যান ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা। 

এদিকে, অফিসের চাবির দায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসমাইল ভূঁইয়া দায় নিচ্ছেন না। তার ভাষ্য, ক্রীড়া সংস্থার অফিসের চাবি কার কাছে আছে, তিনি জানেন না। 

বুধবার (১৮ জুন) সকালে স্কাউট কার্যালয়ে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল আলীম। এ ঘটনায় তিনি বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান। 

স্কাউট সাধারণ সম্পাদক জানান, ঈদের ছুটির পর রোববার (১৫ জুন) সন্ধ্যায় অফিসে এসে দেখা যায়, দুটি সিলিং ফ্যান ও বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। 

তিনি আরও জানান, স্কাউট অফিসের দরজা তালাবন্ধ ছিল। কিন্তু ভিতরে ঢুকে দেখি ফ্যান ও বৈদ্যুতিক তার নেই। তখনই বুঝি, পাশের অফিসের সিলিং ব্যবহার করে কেউ ভিতরে ঢুকেছে। ঘটনার পরদিন বিষয়টি (১৬ জুন) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান তিনি। 

এ ঘটনায় স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা অভিযোগ করে বলেন, ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণের পর ক্রীড়া ক্ষেত্রে দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি। বরং ব্যক্তি প্রচার আর পদমর্যাদার পেছনে বেশি সময় দিচ্ছেন মন্তব্য ক্রীড়া সংশ্লিষ্টদের। 

তবে ক্রীড়া সংস্থায় নতুন করে তালা লাগানো হয়েছে উল্লেখ করে সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। চাবি কার কাছে আছে, তা আমার জানা নেই। 

উল্লেখ্য, গতবছরের ১৭ নভেম্বর কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহির উদ্দিন বদলি হন। একই দিন বর্তমান যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া চলতি দায়িত্ব গ্রহণ করেন। ফলে পদাধিকারবলে তিনিই বর্তমানে কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে প্রায় ৮ মাস ধরে দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/এএইচপি