বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

স্বর্ণের দাম কমার পূর্বাভাস, ফিরে আসতে পারে আগের মূল্য

আপডেট : ১৮ জুন ২০২৫, ২০:২০

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক সিটি। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার সম্ভাবনা রয়েছে। এই প্রবণতা ২০২৬ সালের মধ্যেই আরও তীব্র হয়ে উঠতে পারে। এর ফলে দুবাইয়ের ২২ ক্যারেট স্বর্ণের দাম আবারও ৩০০ দিরহামের নিচে নেমে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। খবর গালফ নিউজ।

গত বছর অক্টোবরেই প্রথমবারের মতো দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩০০ দিরহাম ছাড়িয়ে যায়। এরপর দাম বেড়ে দাঁড়ায় প্রতি গ্রাম ৩৮৩ দিরহামে। বর্তমানে বাজারমূল্য ৩৭৮.৫ দিরহাম, আর ২৪ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪০৮.৭৫ দিরহামে। 

সিটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২৮০০ থেকে ৩০০০ ডলারের মধ্যে নেমে আসতে পারে। এর পেছনে প্রধান কারণ হিসেবে তারা মার্কিন অর্থনীতির পুনরুদ্ধারকে দেখাচ্ছে, যা বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি আকর্ষণ কমিয়ে দিতে পারে।

তবে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা এই পূর্বাভাসের সঙ্গে একমত নন। কানজ জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধানক মনে করেন, বর্তমান বাজারের অস্থিরতা এবং অনিশ্চয়তার কারণে ২০২৫ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম ৩৮০০ ডলার পর্যন্ত উঠতে পারে। 

বিশ্লেষকদের মতে, ক্রেতারা এখন ডিজিটাল স্বর্ণ বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন, যেমন গোল্ড অ্যাকাউন্ট, ইটিএফ ও বিনিয়োগভিত্তিক অ্যাপ। কারণ সরাসরি স্বর্ণ কেনার দাম অনেকের জন্য বড় বিনিয়োগ হয়ে দাঁড়িয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, যদি দাম ৩০০ দিরহামের নিচে নেমে যায়, তাহলে নতুন করে ক্রয়চাপ সৃষ্টি হতে পারে। 

এক বিক্রেতার কথায়, ‘দাম কমে গেলে সাধারণ মানুষ আবার স্বর্ণে বিনিয়োগ করার সুযোগ পাবে।’ তবে সবশেষ সিদ্ধান্ত হবে বাজারের। কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি স্বর্ণের কেনাকাটা কমিয়ে দেয়, তখনই বড় ধরনের দরপতন ঘটতে পারে। যতক্ষণ না তা হয়, ৩০০ দিরহামের নিচে দাম নামার সম্ভাবনা কেবলই জল্পনা হিসেবে থাকবে।

ইত্তেফাক/এএম