মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইস্ফাহানে গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলা, স্বামীসহ অন্তঃসত্ত্বা নারী নিহত

আপডেট : ১৮ জুন ২০২৫, ২১:০১

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইস্ফাহানের নাজাফাবাদে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় একজন অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। মাত্র কয়েক সপ্তাহ পর তার সন্তান প্রসবের কথা ছিল।

প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এই ওই নারী ও তার স্বামী নিহত হন।

তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দুটি গাড়ি লক্ষ্য করে চালানো এই হামলায় মোট ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ এবং ১৩ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গত ১৩ জুন ভোরে ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে, সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায়ও আঘাত হানে। ইসরায়েলি হামলার ফলে কয়েক ডজন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। হামলায় ইরানের ইসফাহানের নাতানজ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়।

ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে তেহরানও প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সরকারের প্রেস অফিস এক বিবৃতিতে দাবি করেছে, ১৩ জুন থেকে ইরান ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে।

অপরদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে ৫৮৫ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের অর্ধেকের বেশি বেসামরিক নাগরিক।

ইত্তেফাক/এসকে