সাগরের জোয়ারের পানিতে মাঝি বিহীন একটি বড় ফিশিং ট্রলার কক্সবাজারের টেকনাফের সৈকতে ভেসে আসলো।
বুধবার (১৮ জুন) বিকালের দিকে টেকনাফের উপকূল ইউনিয়ন বাহার ছড়া হাজমপাড়া সৈকতে ভেসে আসে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় জেলে রফিকুল ইসলাম।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। সাগর খুবই উত্তাল। এর মধ্যেই দেখা গেলো অজ্ঞাত একটি বড় ফিশিং ট্রলার আজ বুধবার বিকালের দিকে বাহার ছড়ার হাজমপাড়া সৈকতে সাগরের জোয়ারের পানিতে ভেসে আসে। তবে সেই ট্রলারে মাঝি অথবা কোন লোকজন ছিলোনা। পরবর্তীতে স্থানীয় কিছু লোকজন ট্রলারে থাকা মালামাল ও ট্রলারের কাঠ ভেঙে লুটপাট করে নিয়ে যায়।
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, হাজমপাড়া সৈকতে মাঝি বিহীন একটি বড় ফিশিং ট্রলার উত্তাল সাগরের জোয়ারের পানিতে ভেসে এসেছে। তবে এ বিষয়টি কোস্ট গার্ড দেখতেছে। ভেসে আসা ফিশিং ট্রলারের মালিক টেকনাফের বলে শুনেছি।