বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কেউ জানে না আমি কী করতে যাচ্ছি: ট্রাম্প

আপডেট : ১৮ জুন ২০২৫, ২১:৩৫

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণে যুক্তরাষ্ট্রের যোগদানের দরজা খোলা রাখার কথা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, 'আমি এটা করতে পারি। আমি এটা নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।'

মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি আপনাকে এটা বলতে পারি, ইরান অনেক সমস্যায় পড়েছে এবং তারা আলোচনা করতে চায়।'

ট্রাম্প বলেন, 'পরের সপ্তাহটি খুব বড় হতে চলেছে, হয়তো এক সপ্তাহেরও কম, হয়তো তারও কম।'

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে বলে তিনি মনে করেন কিনা - এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আসলে কিছুই খুব বেশি দেরি হয়ে যায় না।'

ইত্তেফাক/এসকে