রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

কণ্ঠশিল্পী তানজিলা রোশদ লাবন্যের নতুন গান

আপডেট : ১৯ জুন ২০২৫, ০০:৪৬

কানাডা প্রবাসী কণ্ঠশিল্পী তানজিলা রোশদ লাবন্যের নতুন তিনটি গান রেকর্ড করলেন। ব্লু শক স্টুডিওতে ধারণকৃত গানগুলোর সঙ্গীত পরিচালনা করলেন শহীদ মাহমুদ।

'যেদিন প্রথম আমি তোমায় দেখেছিলাম, 'তোমারে বাঁধিতে মনে ইচ্ছা আমার হয়', এবং 'ছোট একটা মনের ভিতর' গানের গীতিকার যথাক্রমে- তাইবুন নাহার রশিদ, ফজলুল বারী বাবু , অনিন্দ্য আসাদ। গান তিনটির চমৎকার সুর করেছেন শিল্পী নিজেই। উল্লেখ্য, প্রথম গানের রচয়িতা ডক্টর তাইবুন নাহার রশিদ কবিরত্ন খেতাবপ্রাপ্ত এবং বেগম রোকেয়া পদকপ্রাপ্ত লেখক।

জি সিরিজ অগ্নিবীণা থেকে ১০টি বিভিন্ন ধরনের গান নিয়ে লাবন্যের প্রথম সোলো অ্যালবাম ‘তুমি নাই’ বের হয় ২০o৮ সালে।

তানজিলা রোশদ লাবন্য বলেন, আমার সঙ্গীত চর্চা শুরু হয়েছিল পাঁচ বছর বয়সে আমার মা ক্লাসিকাল শিল্পী তাহরিমা ইসলামের কাছে। পরে বাসায় শিল্পী অণিমা দাসের কাছে ১২ বছর উচ্চাঙ্গ সঙ্গীততে তালিম নেই। নজরুল সঙ্গীত গবেষক  ও শিল্পী সুধীন দাসেরর পরিচালিত অগ্নিবীণা সঙ্গীতায়তন থেকে ৬ বছরের সংগীত শিক্ষা গ্রহণ করি। আমার সঙ্গীত শিক্ষক ছিলেন উস্তাদ ফুল মোহাম্মদ, সাধন চন্দ্র বর্মণ, মুজিবুল কাইয়ুম এবং কানাডাতে উস্তাদ নুরুল আলম লাল।

ইত্তেফাক/এমএএম