মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

টানা বর্ষণে ফের তলিয়েছে নোয়াখালী শহর

আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:৪০

টানা বর্ষণে ফের জলমগ্ন হয়ে পড়েছে নোয়াখালী জেলা শহরের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছে নোয়াখালী শহরে। টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর নিচু এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক, বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি ঝরছে নোয়াখালী শহরে। টানা বৃষ্টিতে শহরসহ আশপাশের পুকুরে পানি উপচে পড়েছে রাস্তাঘাটে। শহরের প্রাণকেন্দ্র পৌর বাজার, আল ফারুক স্কুল রোড, পাঁচ রাস্তার মোড়সহ বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও জমে আছে হাঁটু পানি। কিছু সড়কে রিকশা, অটো চলাচল বন্ধ হয়ে পড়েছে। পানি ঢুকে পড়েছে বহু বাসা-বাড়ি, দোকান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে।

জেলা আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার এমন বার্তায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা। সেই সঙ্গে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ও সক্রিয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থেকেই স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা বাড়ছে।

শাকিল আহমেদ নামের জেলা শহরের বাসিন্দা গণমাধ্যমকে বলেন, নোয়াখালী শহরের নিচু এলাকা গুলোর জলাধারগুলো প্রায় হারিয়ে গেছে। অপরিকল্পিত আবাসন ও দোকানপাট গড়ে তোলার ফলে বৃষ্টির পানি আর কোথাও যেতে পারে না। যদি এখনই টেকসই ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে শহর স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ গণমাধ্যমকে বলেন, আমি ঢাকায় আছি। বৃষ্টি ও জলাবদ্ধতার কথা শুনেছি। আল ফারুক স্কুলের আশপাশের পুকুরগুলোতে পানি কানায় কানায় পূর্ণ তাই বৃষ্টির পানি সড়কে এসে গেছে। আমরা জলাবদ্ধতা নিয়ে একাধিকবার বসেছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। জনগণের সহযোগিতাও প্রয়োজন।

এর আগে গত ২০ মে থেমে থেমে হওয়া বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়ে নোয়াখালী পৌর এলাকা। এতে দুর্ভোগে পড়েন পৌর নাগরিক, পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় বিশেষ করে শহরের মাইজদী লক্ষ্মীনারায়ণপুর, ফকিরপুর, হাউজিং ও জেলখানা, ফকিরপুর, হাউজিং, লক্ষ্মীনারায়ণপুর, সার্কিট হাউস সড়ক, ফ্ল্যাট রোড ও আল-ফারুক স্কুল সড়কে জলাবদ্ধতা দেখা দেয়।

ইত্তেফাক/এপি