শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

আপডেট : ১৯ জুন ২০২৫, ১২:২৭

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (১৮ জুন) বিকেলে গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারের দক্ষিণ পাশে স্বপন মিয়ার পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম সাবিনা বেগম (৩০)। এ ঘটনায় নিহতের স্বামী আনু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। আনু মিয়া উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে আনু মিয়া স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে দুপুর সাড়ে ১২টার দিকে বাগলাবাজার এলাকায় পৌঁছে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে যান তারা। সাবিনার বাবার বাড়ি ওই স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। তবে বিকেল চারটার দিকে বাগলাবাজার এলাকার দক্ষিণ পাশে স্বপন মিয়ার বাড়ির সামনের একটি পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে রাতেই নিজ এলাকা থেকে স্বামী আনু মিয়াকে আটক করা হয়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আনু মিয়া স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে পালিয়ে যান।

ইত্তেফাক/এপি