বাংলাদেশি নির্মাতা মেহেদী হাসান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বালুর নগরীতে’ জায়গা পেয়েছে চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোক্সিমা প্রতিযোগিতা বিভাগে।
বুধবার (১৮ জুন) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী চলচ্চিত্রটির অভিনেতা মোস্তফা মনোয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্যক পৃথিবীকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়ে ফুল দিয়ে বরণ করেন।
দেশের তরুণ নির্মাতার এই আন্তর্জাতিক স্বীকৃতিকে মন্ত্রণালয় একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে। উৎসবে বাংলাদেশ থেকে সিনেমাটির একটি দল অংশ নিচ্ছে। তাদের এই সাফল্যকে সম্মান জানাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দলের একজনের বিমান খরচ বহন করবে বলে উপদেষ্টা ঘোষণা করেন ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, যারাই বাংলাদেশের বাংলাদেশের সংস্কৃতিকে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে বা স্বীকৃতি অর্জন করবে, তাদের এভাবে সংস্কৃতি মন্ত্রণালয় অনুপ্রাণিত করবে। মিউজিক, সিনেমা, ফটোগ্রাফি, থিয়েটার, আর্কিটেকচারসহ সবক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।
উৎসবে প্রিমিয়ারের আগেই সিনেমাটি বিশ্বব্যাপী বিপণনের (বাংলাদেশ ও সুইজারল্যান্ড ব্যতীত) জন্য স্বত্ব কিনে নিয়েছে ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক বিক্রয় সংস্থা ডাইভার্সন।
খনা টকিজ প্রযোজনা সংস্থার ব্যানারে রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদের প্রযোজনায় নির্মিত এবং সিনেমা কোকনের সহ-সহযোগিতায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
প্রসঙ্গত, এর আগে কান চলচ্চিত্র উৎসবে মনোনীত বাংলাদেশের চলচ্চিত্র ‘আলী’র নির্মাতা আদনান আল রাজীবসহ দুজনকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্মাননা জানিয়ে প্যারিস যাত্রার দুটি বিমান টিকিট দেওয়া হয়েছিল।