বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ 

এক বছর আগে সূচি প্রকাশ করলো আইসিসি

আপডেট : ১৯ জুন ২০২৫, ১৬:৫০

আগামী বছর ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল চূড়ান্ত সূচি এবং গ্রুপ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

১২ জুন ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে আসরের। এছাড়াও ৫ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে ২৪ দিনে মোট ৩৩ ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণ করা ১২ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। যদিও এখন পর্যন্ত আটটি দল নিশ্চিত করতে পেরেছে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট। যেখানে গ্রুপ 'এ'-তে আছে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান। অন্যদিকে গ্রুপ 'বি'-শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা।

এর বাইরে বাছাইপর্ব থেকে চারটি দেশ যুক্ত হবে সরাসরি টিকিট পাওয়া আট দলের সঙ্গে। বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে ১০টি দেশ। ইতিমধ্যে বাছাইপর্বের টুর্নামেন্টের জন্য নাম নিশ্চিত করেছে বাংলাদেশ, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ড। তাদের সঙ্গে ইউরোপ, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে পাঁচটি দল উঠবে বাছাইয়ের প্রতিযোগিতায়।

ইত্তেফাক/জেডএইচ