বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরান ইস্যুতে পুতিন-শি ফোনালাপ, ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা দুই নেতার

আপডেট : ১৯ জুন ২০২৫, ১৭:২৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার (১৯ জুন) ইরান ইস্যুতে ফোনে কথা বলেছেন। আলোচনায় উভয় নেতা ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করেছেন এবং উত্তেজনা কমানোর বিষয়ে একমত হয়েছেন।

ফোনালাপের পর ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, উভয় নেতা ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেন, যা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়ম লঙ্ঘন করে।

তিনি বলেন, মস্কো এবং বেইজিং উভয়ই মৌলিকভাবে বিশ্বাস করে যে, বর্তমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত বিষয়গুলোর কোনো সামরিক সমাধান নেই। এই সমাধানটি কেবলমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে অর্জন করতে হবে।

রাশিয়া সতর্ক করে দিয়েছে, ইসরায়েল-ইরান সংঘাত আরও তীব্র হলে বিপর্যয় ঘটবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পক্ষে বোমাবর্ষণে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।

পুতিন সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং বারবার বলেছেন, রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত।

যদিও এখন পর্যন্ত কেউ রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেনি। বৃহস্পতিবার ঘনিষ্ঠ মিত্র শি'র সাথে ফোনালাপে সেই প্রস্তাবটি পুনর্ব্যক্ত করেন পুতিন।

রুশ মুখপাত্র ইউরি উশাকভ বলেন, পুতিন ও শি আগামী দিনগুলোতে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হন।

ইত্তেফাক/এসকে