বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পাবনায় ইসলামী ব্যাংক থেকে ১২ লাখ টাকা ও হার্ডডিস্ক চুরি 

আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯:১৮

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ১২ লাখ টাকা চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল কেটে ঢুকে ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি করে দুর্বৃত্তরা। এছাড়াও কম্পিউটার এবং সিসিটিভি ভাঙচুর করে হার্ডডিস্কগুলো নিয়ে গেছে বলে জানা যায় । 

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ব্যাংকে ঢুকে এসব দেখতে পান কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতে কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা তাদের। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি। ভল্টের চাবি দিয়ে খুলে টাকা নিয়ে গেছে। এখন চুরি নাকি অভ্যন্তরীণ বিষয় সেটা তদন্তের পর বলতে পারবো। 

শাখার ইনচার্জ নাঈম হাসান জানান, ব্যাংকের ভোল্টে ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ছিল। সেটা ভেঙে চুরি করে নিয়ে গেছে। সম্ভবত জানালার গ্রিল কেটে ঢুকেছিল দুর্বৃত্তরা। অফিসের সিসিটিভি ভাঙচুর করে সিসিটিভির হার্ডডিস্ক ও কম্পিউটারের ২টা হার্ডডিস্ক নিয়ে গেছে। চেয়ারে দুর্বৃত্তদের পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি