শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

সালথায় পাঁচ মিনিটের ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড

আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯:১৮

ফরিদপুরের সালথায় পাঁচ মিনিটের হঠাৎ ঝড়ে ক্ষতির সম্মুখীন হয়েছে স্থানীয়রা। আকস্মিক ঝড়ের তাণ্ডবে কৃষক ও দিনমজুর পরিবারের ৭টি বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। একইসঙ্গে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। 

বুধবার (১৮ জুন) রাত ৯ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে ঝড়ের এই ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে হঠাৎ প্রবল বাতাস ও ঝড় শুরু হয়। মাত্র পাঁচ মিনিটের ঝড়ে গ্রামের সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খানের ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। অনেকের ঘরের টিনের চাল উড়ে গেছে, আবার কারও ঘর সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে। ক্ষতিগ্রস্তরা কৃষক এবং দিনমজুর বলে জানান তিনি। 

জানা যায়, বসতঘর হারিয়ে অনেকেই এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। গাছপালা ভেঙে পড়ায় কৃষি-ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানান সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান। 

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হবে বলে জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি