রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী কারাগারে

আপডেট : ১৯ জুন ২০২৫, ২০:০৯

নাটোরের লালপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীসহ আওয়ামীলীগের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নিদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ নাসিরুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে আওয়ামীলীগের ১৯জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে ১৭ জনকে কারাগারে পাঠানোর নিদেশ দেন এবং ২ জনকে জামিন দেন। এসময় জেল হাজতে নেয়ার সময় আদালত প্রাঙ্গণে 'জয় বাংলা' স্লোগান দিতে শোনা যায়।

 চলতি বছরের ৩১ মার্চ উপজেলার লাশপুর ইউনিয়নের রামকমপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে 'জয় বাংলা' শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বিএনপি কর্মী মো. শরিফুল ইসলাম সুজাতসহ ৫ জন আহত হন। 

সংঘর্ষের ঘটনায় সেদিন রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপির কর্মী  রামকৃষ্ণপুর গ্রামের মো. শরিফুল ইসলাম সজাতের বাবা মো. আরজেশ আলী বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেন। এর আগে মামলায় গ্রেফতারকৃত আসামীরা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেয়।

ইত্তেফাক/এএইচপি