বি-টাউনের ‘পাওয়ার কাপল’ বলতেই উঠে আসে রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজার নাম। এই তারকা জুটির ভালোবাসার কথা বারবার উঠে এসেছে বহু জায়গায়। তবে এবার যা শুনতে পাওয়া গেল, তা শুধু অবাক করা একটি তথ্য নয়, অবিশ্বাস্যও বটে।
২০১২ সালে রীতেশ দেশমুখকে বিয়ে করেছিলেন জেনেলিয়া। বিয়ের ঠিক এক বছর আগে অর্থাৎ ২০১১ সালে জন আব্রাহামের বিপরীতে ‘ফোর্স’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ওই ছবির শ্যুটিং চলাকালীন নাকি জেনেলিয়াকে বিয়ে করেছিলেন জন।
বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে জোর গুঞ্জন। রীতেশের সঙ্গে বিয়ের ১৩ বছরের মাথায় প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য। এবার এই ইস্যুতে মুখ খুললেন জেনেলিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ২০১১ সালে ‘ফোর্স’ ছবির শুটিং করছিলেন জেনেলিয়া। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন অভিনেতা জন আব্রাহাম। সেই ছবিতে বিয়ের দৃশ্য ছিল। তাতে একজন প্রকৃত ব্রাহ্মণ পুরোহিতকে দেখা গেছে। ওই ছবির সেটে মন্ত্রপাঠ, মাল্যদান, মন্ত্রলসূত্র পরানো, সাতপাক ঘোরা হয়েছিল সবই। আর সেটিকেই বিয়ে বলে রটানো হয়।
অভিনেত্রীর কথায়, ‘আমরা মোটেও বিয়ে করিনি। এর মধ্যে কোনও সত্যতা নেই। এ নিয়ে নানা গুজব রটানো হয়েছে। আমার মনে হয় আপনাদের পিআরকেই জিজ্ঞাসা করা উচিত।’
বি-টাউনে একাধিক অভিনেতা-অভিনেত্রীর দাম্পত্যে টালমাটাল কম হয়নি। বিচ্ছেদের সংখ্যাও অহরহ। তারই মাঝে একেবারে বিপরীতমুখী রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা। তাদের এক কথায় বলা হয় বলিউডের লাভ বার্ডস।
বিয়ের বয়স বাড়লেও তাদের দু’জনের মধ্যে প্রেমের কোনো খামতি নেই। বেশ সুখে সংসার করছেন দু’জনে। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়ার পর থেকে কাজ আর সংসারের দিব্যি ভারসাম্য রেখে এগিয়ে চলেছেন রীতেশ ঘরনি জেনেলিয়া। অভিনেত্রী এখন দুই সন্তানের মা-ও।