মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ওয়ানএমডিবি অর্থপাচারের অভিযোগ থেকে আপাত অব্যাহতি পেলেন নাজিব রাজাক

আপডেট : ২০ জুন ২০২৫, ১২:০৩

দীর্ঘদিনের এক মামলায় অর্থপাচারের একাধিক অভিযোগ থেকে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে সাময়িক অব্যাহতি দিয়েছে মালয়েশিয়ার হাইকোর্ট। অবশ্য অভিযোগ থেকে অব্যাহতি মিললেও আদালত তাকে খালাস দেননি। শুক্রবার (২০ জুন) তার আইনজীবী মুহাম্মাদ শাফি এমনটাই জানিয়েছেন।

আইনজীবী মুহাম্মাদ শাফি জানান, ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) এক সময়কার শাখা এসআরসি ইন্টারন্যাশনাল থেকে তহবিল আত্মসাতের ঘটনায় দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২০২২ সালের অগাস্ট থেকেই কারাগারে আছে আছেন নাজিব। এই ওয়ানএমডিবি তহবিল থেকে জালিয়াতির মাধ্যমে মোট প্রায় সাড়ে চারশ কোটি ডলার সরানো হয়েছে বলে ভাষ্য মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের একাধিক কর্তৃপক্ষের। এসআরসি থেকে ২৭ মিলিয়ন রিংগিত (৬৪ লাখ ডলার) আত্মসাতের ঘটনায় নাজিবের বিরুদ্ধে অর্থপাচারের আরও তিনটি অভিযোগে বিচার চলছিল।

প্রক্রিয়াগত বিলম্বের কারণে ২০১৯ সাল থেকে মামলাটি বারবার আটকে গিয়েছিল, ফলশ্রুতিতে কুয়ালা লামপুর হাইকোর্ট নাজিবের অনুরোধে সাড়া দিয়ে তাকে খালাস না দিয়ে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।


আদালতের এ সিদ্ধান্তকে ‘ন্যায্য’ অ্যাখ্যা দিয়ে শাফি আরও বলেন, সরকারি কৌঁসুলিরা চাইলে প্রস্তুতি নিয়ে নাজিবের বিরুদ্ধে আবার অভিযোগ আনতে পারবেন।

তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কোনো মন্তব্য জানতে পারেনি রয়টার্স।

এ নিয়ে দ্বিতীয়বার ওয়ানএমডিবি সংক্রান্ত অভিযোগ থেকে অব্যাহতি পেলেন নাজিব। গত বছরও একটি আদালত প্রক্রিয়াগত বিলম্বের কারণে দুর্নীতির এক মামলায় তাকে অভিযোগ দেয় আপাত অব্যাহতি দিয়েছিল। ২০২৩ সালে নাজিব ওয়ানএমডিবিতে সরকারি অডিটে হস্তক্ষেপের পৃথক এক অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন।

ইত্তেফাক/কেএইচ