ইসরায়েল ইরানজুড়ে যখন আক্রমণ চালিয়ে যাচ্ছে, তখন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের তার প্রতিপক্ষদের সঙ্গে বৈঠকের জন্য জেনেভায় রয়েছেন।
ইরানি বলছে, প্রথমত তারা এই হামলা অব্যাহত থাকাকালীন আলোচনায় বসবে না। দ্বিতীয়ত তারা পাল্টা হামলা চালিয়ে যাবে এবং তাদের প্রতিশোধমূলক ব্যবস্থা অব্যাহত রাখবে।
আব্বাস আরাঘচি জানিয়েছেন, তিনি ইউরোপীয়দের বক্তব্য শোনার জন্য (জেনেভায়) আছেন - যতক্ষণ আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ তিনি আলোচনার জন্য সেখানে নেই।
কিন্তু একই সাথে ইরান এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে, তারা কূটনীতির সম্ভাবনার দরজা বন্ধ করছে না, এবং আরাঘচির জেনেভায় থাকার মূল কারণ এটিই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করা যাবে না, যখন আমরা প্রতিদিনই লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছি।
তিনি স্মরণ করিয়ে দেন, আপনাকে মনে রাখতে হবে ইরান ইতোমধ্যেই আমেরিকানদের সাথে কূটনৈতিক আলোচনার মাঝামাঝি ছিল। ইসরায়েলি হামলার কারণে আলোচনা ব্যাহত হওয়ার আগেও ষষ্ঠ দফা আলোচনার সময়সূচি নির্ধারিত ছিল।
তথ্যসূত্র: আল জাজিরার লাইভ প্রতিবেদন