বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভারতীয়কে আটকের পর বাংলাদেশি যুবককে তুলে নিয়ে যান ভারতীয়রা

আপডেট : ২০ জুন ২০২৫, ১৬:৪৫

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেন এলাকার বাসিন্দারা। ক্ষোভে বাংলাদেশি এক যুবককে তুলে নিয়ে যান ভারতীয় নাগরিকরা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিককে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মোগলহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমিনুল ইসলাম (৩৯) নামে এক ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোগলহাট কোম্পানি ক্যাম্পে হস্তান্তর করে। আমিনুল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার নাগরটারী দরিবাস এলাকার মৃত ফয়জার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের কুমারটারী এলাকার ৯২৭ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব-পিলারের পাশ দিয়ে ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

এদিকে ওই ঘটনার ঘণ্টাখানেক পর আটক আমিনুলের ছেলে ক্ষিপ্ত হয়ে ১০-১২ ভারতীয় নাগরিক নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ ও চিৎকার করতে থাকে। একপর্যায়ে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রায় ৫০০ গজ ভেতরে ঢুকে সিরাজুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায়।

সিরাজুল জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুমারটারী গ্রামের মৃত জাফর আলীর ছেলে। তিনি ওই সময় গরু চরাচ্ছিলেন।

বিজিবি লালমনিরহাট ১৫ মোগলহাট ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সাঈদুর রহমান এটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার দিন রাতেই বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে এবং বিএসএফ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

ইত্তেফাক/এমএস