মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গাছের কাঁঠাল নেওয়াকে কেন্দ্র করে দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের নালী বেরি বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সোভা বেগম (৩৫) হরিরামপুর উপজেলার উত্তর চাঁনপুর গ্রামের হাসমত মোল্লার মেয়ে এবং নালী গ্রামের সালামের স্ত্রী। এদিকে, অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুই ভাই। দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠালগাছ ছিল। কয়েক মাস আগে নিজের ভাগের গাছটি রাকিব কেটে ফেলেন। শুক্রবার সকালে অপর গাছ থেকে সালামের স্ত্রী সোভা কাঁঠাল তুলছিলেন। এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোভার।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি আমরা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।