হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মো: বিল্লাল হোসেন (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার মো: রতন মিয়াসহ পাঁচ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২০জুন) সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার কাশিমনগর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর ফাফায়ার সার্ভিসের ইনচার্জ মহিবুর রহমান।
নিহত ট্রাক চালক বিল্লাল হোসেন ময়মনসিংহ জেলা ত্রিশাল থানার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে জেলার হরিরামপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শুকতারা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হেমায়েতপুর থেকে মানিকগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক মো: বিল্লাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ(ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহতের মরদেহ উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।