মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরানে ইসরায়েলি হামলার ‘বৈধতা’ দিতে বাইবেলের ঊধ্বৃতি টানলেন মার্কিন সিনেটর

আপডেট : ২০ জুন ২০২৫, ১৮:১৪

মার্কিন সিনেটর টেড ক্রুজ ইরানে ইসরায়েলের বোমা হামলার প্রতি তার সমর্থনকে বৈধতা দেওয়ার জন্য খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে ব্যবহার করেছেন। একটি উত্তপ্ত এবং বিতর্কিত সাক্ষাৎকারের এই পর্যায়ে সিনেটরের কথা শুনে প্রভাবশালী মার্কিন সাংবাদিক টাকার কার্লসন দৃশ্যত হতবাক হয়ে গিয়েছিলেন।

গত বুধবার কার্লসনের মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত এই মুখোমুখি কথোপকথনে ক্রমবর্ধমান ইসরায়েল-ইরান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে 'গভীরতর বিভক্তি' ফুটে ওঠে।

প্রায় ২ ঘণ্টার সাক্ষাৎকারে ক্রুজ বলেন, 'সানডে স্কুলে' বড় হওয়ার সময় আমাকে বাইবেল থেকে শেখানো হয়েছিল, যারা ইসরায়েলকে আশীর্বাদ করবে তারা (স্রষ্টার) আশীর্বাদ পাবে এবং যারা ইসরায়েলকে অভিশাপ দেবে তারা অভিশপ্ত হবে। আমার দৃষ্টিকোণ থেকে, আমি আশীর্বাদের দিকে থাকতে চাই।

সিনেটরের যুক্তিতে হতবাক কার্লসন তাকে জিজ্ঞাসা করেন, বাইবেলে এই লাইনটি কোথায় আছে? ক্রুজ উত্তর দিতে ব্যর্থ হন।

কার্লসন আরও জিজ্ঞাসা করলেন, 'আপনি বাইবেলের একটি বাক্যাংশ উদ্ধৃত করছেন। আপনার কাছে এর কোনো প্রেক্ষাপট নেই... এবং আপনি জানেন না যে, এটি বাইবেলের কোথায় আছে, কিন্তু এটা কি আপনার ধর্মতত্ত্ব? আমি বিভ্রান্ত। এর মানে কী?'

জবাবে সিনেটর ক্রুজ তার 'ধর্মীয় বিশ্বাসের' কথা ফের উল্লেখ করে নিজের অবস্থানকে ন্যায্যতা দিতে শুরু করেন। তিনি বলেন, 'ইসরায়েলের প্রতি আমার সমর্থন কোথা থেকে এসেছে? এক নম্বর: বাইবেলে, আমাদের ইসরায়েলকে সমর্থন করার আদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর...' এটা বলার আগেই কার্লস্ন বাক্যের মাঝখানে সিনেটরকে জিজ্ঞাসা করেন, 'খ্রিস্টান হিসেবে আমাদের ইসরায়েল সরকারকে সমর্থন করার আদেশ দেওয়া হয়েছে?' এরপর এ নিয়ে আরও বিতর্ক চলে তাদের মাঝে।

ইত্তেফাক/এসকে