শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ঝরনা দেখতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০২৫, ২১:০৯

বাদরবানের নাইক্ষ্যংছড়িতে ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া হাফেজ মেহরাব হোসাইনের মরদেহ উদ্ধার করেছে স্হানীয়রা।

নিহত মেহরাব হোসাইন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

শুক্রবার (২০ জুন) বিকেল ৩টার দিকে উখিয়ার রেজুখালের মোহনায় মরদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা উখিয়া থানা পুলিশকে খবর দিলেও পুলিশের পৌঁছাতে বিলম্ব হলে স্থানীয়রাই মরদেহ শনাক্ত করে নিহতের বাড়িতে নিয়ে যান।

এর আগে, গত মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি ঝরনায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন মেহরাব।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেহরাব তার ১৮ জন বন্ধু-বান্ধবসহ ফাত্রাঝিরি ঝরনায় বেড়াতে গিয়েছিলেন। ঝরনা দেখে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ায় পাহাড়ি ঢল নামে। আচমকা খালের পানি বেড়ে গেলে বাঁশের তৈরি সাঁকো ভেঙে পড়ে। পার হওয়ার সময় মেহরাব পানির তোড়ে ভেসে যান এবং মুহূর্তেই নিখোঁজ হন।

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এম. মনজুর আলম বলেন, “নিখোঁজের পর থেকেই মেহরাবের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ এলাকার শত শত লোক ফাত্রাঝিরি ঝরনা এলাকায় খোঁজাখুঁজি করছিলেন।”

তিনি আরও বলেন, “শুক্রবার বিকেলে মেহরাবের মরদেহ এলাকায় পৌঁছালে কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।”

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যান।

ইত্তেফাক/এএইচপি