দারিদ্রতা বিমোচন, শিক্ষার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যমুনার নদী ভাঙ্গন রোধসহ নানা বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাকাস্থ ইসলামপুরবাসী। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর পল্টনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম। অনুষ্ঠানে ঢাকার বিভিন্নপ্রান্ত থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইসলামপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় এ এস এম আব্দুল হালিম বলেন, ইসলামপুরের নদীভাঙ্গনরোধ, দারিদ্র বিমোচন, শিক্ষার হার উন্নতিকরণ, বাহাদুরবাদ থেকে বালাশী পর্যন্ত টানেল নির্মাণ তার লালিত স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য আমাদের কাজ করতে হবে এবং এ বিষয়ে নিজ নিজ যায়গা থেকে সকলের সহযোগিতা প্রয়োজন।
এছাড়া সিলেট টু জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ পর্যন্ত নিয়ে যাবার জন্য গণস্বাক্ষর কর্মসুচী উদ্বোধন করেন তিনি।