ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলের কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিম। খবর আল–জাজিরার।
হামলায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঠিক কোন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে আজ শনিবার ইরান–ইসরায়েল চলমান সংঘাতের নবম দিন। শনিবার সকালে তেহরান ও ইসফাহানের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিস্ফোরণের ভিডিও ও ছবি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে আল–জাজিরা।
স্থানীয় বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, ইরানের নাজাফাবাদ শহরে ইসরায়েলি হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের মালারদ এলাকার আকাশেও বিস্ফোরণের খবর মিলেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় দুই দেশই বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।