শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

নেইমারের বাড়িতে চিল মুডে ইয়ামাল

আপডেট : ২১ জুন ২০২৫, ১৪:১৭

যুক্তরাষ্ট্রে চলছে ক্লাব বিশ্বকাপ। দলগুলো যখন গ্রীষ্মের তপ্ত রোদে ম্যাচ খেলায় ব্যস্ত। তখন চিল মুডে থেকে সময় কাটাচ্ছেন বার্সা তারকা লামিনে ইয়ামাল। কাতালানরা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় দলের সবাই আছেন ছুটিতে। তবে আলাদাভাবে সবার নজর কেড়েছেন বার্সা সুপারস্টার লামিনে ইয়ামাল।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সাবেক বার্সা তারকা নেইমার জুনিয়রের সঙ্গে একাধিক ছবি ভিডিও শেয়ার করছেন ১৭ বছর বয়সী স্প্যানিশ তারকা। ইনজুরির কারণে আপাতত বিশ্রামে আছেন সান্তোস তারকা নেইমার জুনিয়র।

সাবেক বার্সা তারকার আমন্ত্রণে ইয়ামাল গিয়েছেন ব্রাজিলে নেইমারের বাড়িতে। দুজনই কাটাচ্ছেন দুর্দান্ত সময়। একসঙ্গে পুলে ঝাপ দিচ্ছেন, কখনো নেইমারের সঙ্গে গাড়ি করে ঘুরছেন। সেই সব মুহূর্তের ছবি-ভিডিওগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড দিচ্ছেন। 

গতকাল নেইমারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইয়ামাল। সেই ছবির ক্যাপশনে ইয়ামাল লিখেছেন, আমার আইডলের সঙ্গে। নেইমার জুনিয়রকে যে ইয়ামাল আদর্শ হিসেবে মানেন, তা আগেই বলেছিলেন তিনি। চুলের কাট থেকে মাঠের খেলা। সবখানে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে অনুসরণ করেন ইয়ামাল।

 

ইত্তেফাক/জেডএইচ