মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বীরগঞ্জে ভুল সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২৫, ১৬:০৮

দিনাজপুরের বীরগঞ্জের ভুল সিজারিয়ান অপারেশনের কারণে আশা রানী রায় (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে নবজাতক কন্যা সন্তানটি সুস্থ রয়েছে। এ ঘটনায় চিকিৎসকসহ ক্লিনিক স্টাফ পলাতক রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার ‘একতা ক্লিনিক’ কে এই ঘটনা ঘটে। মৃত আশা রানী রায় সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের হৃদয় চন্দ্র রায় এর স্ত্রী। 

পরিবার সূত্রে জানা যায়, প্রসববেদনা নিয়ে আশা রানী রায়কে একতা ক্লিনিকে ভর্তি করানো হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইয়াসমিন পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত সিজারিয়ান অপারেশন করার কথা জানান। বিকেল ৫টায় সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

পরিবারের দাবি, অপারেশনের পর প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ হলেও, কোনো কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ক্লিনিকেই তার মৃত্যু হয়। পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে চিকিৎসকদের শাস্তির দাবি জানান। পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকে ডা. ইয়াসমিনসহ ক্লিনিকের সকল কর্মচারী গা-ঢাকা দিয়েছেন। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, ‘বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি, তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

ইত্তেফাক/এমএম/এমএএস