শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

জোড়া উইকেট তুলে নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ 

আপডেট : ২১ জুন ২০২৫, ১৬:২০

গল টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্ককে ২৯৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়েছে লঙ্কানরা। স্বাগতিকদের জোড়া উইকেট তুলে নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।

২৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। মারমুখি ব্যাটিং করতে থাকেন তারা। উদ্বোধনী জুটিতে ৩২ রান সংগ্রহ করেন এই দুই ওপেনার।

এরপর লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। ১৩ বলে ৯ রান করা উদারাকে সাজঘরে ফেরান তিনি। এরপর উইকেট শিকার করেন নাইম হাসান।

দলীয় ৩৪ রানে ২৫ বলে ২৪ রান করা নিশাঙ্কাকে আউট করেন নাইম। এরপরই চা-বিরতিতে যায় দু'দল। ৮ ওভার ২ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য এখনও প্রয়োজন ২৬২ রান।    

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন