বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী হাসপাতালে

আপডেট : ২১ জুন ২০২৫, ২০:১৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার (২১ জুন) জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমাদের প্রিয় সহযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যপাতবিরোধী সংগ্রামে নাসীরের ভূমিকা সব সময়ই ছিল সাহস ও নেতৃত্বের প্রতীক।

তিনি আরও লেখেন, এই কঠিন সময়ে আমরা সবাই তার পাশে আছি এবং আপনাদের সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়ার আবেদন জানাচ্ছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

ইত্তেফাক/এনটিএম/এমএএস